ঘরের গাছের যত্ন নেওয়া মানেই নিয়মিত পানি দেওয়া, আলো পাওয়া বা সার দেওয়া নয়; এর সঙ্গে জড়িয়ে আছে সঠিক সময়ে ‘রিপটিং’ বা পুনরায় পাত্রে বসানো। অনেকেই ভাবেন, ঘরের গাছে তো ঋতু পরিবর্তনের প্রভাব কম, তাই যে কোনো সময়ই পাত্র বদলানো যায়। তবে বাগান বিশেষজ্ঞদের মতে- ঠিক সময় নির্বাচন না করলে গাছের বেড়ে ওঠা বাধাগ্রস্ত হতে পারে, এমনকি গাছ মরে যাওয়ার ঝুঁকিও থাকে। বাগান বিশেষজ্ঞ ও যুক্তরাজ্যের ‘ফ্যান্টাস্টিক গার্ডেনারস’ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত পিটার ইভানোভ রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “গাছের সক্রিয় বেড়ে ওঠার সময় অর্থাৎ বসন্ত বা গ্রীষ্মের শুরুতে ‘রিপট’ করা সবচেয়ে ভালো। এই সময় গাছ নতুন মাটিতে দ্রুত শিকড় ছড়াতে পারে এবং দ্রুত মানিয়ে নিতে পারে।” এই সময়টায় সূর্যের তাপমাত্রা বাড়ে, দিন লম্বা হয় এবং গাছের বৃদ্ধি স্বাভাবিকভাবে ত্বরান্বিত...