ভারতের দুই সুপারস্টার বিরাট কোহলি এবং রোহিত শর্মার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। দু’জনই টেস্ট ও টি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, এখন কেবল ওয়ানডে ফরম্যাটে খেলছেন। কিন্তু তারা ২০২৭ বিশ্বকাপে আদৌ খেলতে পারবেন কিনা- সেটা পুরোপুরি অনিশ্চিত। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) নাকি তাদের বিকল্প ভাবছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি স্পোর্টস জানিয়েছে, কোহলি ও রোহিতকে স্পষ্টভাবে বলা হয়েছে— ওয়ানডে দলে থাকতে চাইলে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতে হবে। সাবেক ভারতীয় অল-রাউন্ডার ইরফান পাঠান এ বিষয়ে বলেছেন, ‘রোহিত ও কোহলি দুজনেই ২০২৭ বিশ্বকাপে খেলতে চান। কিন্তু নিয়মিত ম্যাচ না খেললে ম্যাচ ফিটনেস বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাদের দুজনকেই ম্যাচ ফিটনেস প্রমাণ করতে হবে।’ রোহিতকে সম্প্রতি ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দিয়েছে বিসিসিআই। তার জায়গায় নেতৃত্বে এসেছেন শুবমান গিল। এ অবস্থায় রোহিত–কোহলি দুজনেরই...