চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে বিএনপির অবস্থান সরকার গঠনের পরেও একই থাকবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সোমবার (৬ অক্টোবর) সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করা হয়। আওয়ামী সরকার পতনের পর বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের অভিযোগের বিষয়ে করা প্রশ্নে তারেক রহমান বলেন, এখন পর্যন্ত প্রায় ৭ হাজারের মতো নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে, এদের সবাই কিন্তু একই অভিযোগের সাথে জড়িত নয়। এরমধ্যে এমন অনেক বিষয় আছে যারা অন্য সাংগঠনিক বিষয়ের সাথে জড়িত। ‘দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের কাছে এরকম যখন অনেক অভিযোগ এসেছে। আমরা অভিযোগগুলো তদন্ত করেছি। তদন্ত করার পরে আমরা বেশ কিছু বিষয় পেয়েছি। যেমন আমি দুই-একটি উদাহরণ দিয়ে আপনাকে বলি। যেমন- ধরেন দুই...