শহরে স্বাস্থ্য সেবা দিতে পারি না, এখানে প্রাইমারি হেলথ কেয়ার অনেক দুর্বল বলে স্বীকার করেছেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান। সোমবার (৬ অক্টোবর) সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল ও লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডসের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পক্ষে ডিআরইউতে একটি পৃথক কমিউনিটি ক্লিনিক টাইপের একটি ক্লিনিক করে দেওয়ার দাবি করা হয়। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা যে কোনো সরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করে সাংবাদিকদের স্বাস্থ্য সেবা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার দাবি জানানো হয়। জবাবে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান বলেন, আমরা শহরে স্বাস্থ্য সেবা দিতে পারি না। অনেক দুর্বল প্রাইমারি হেলথ কেয়ার। আমরা গণপূর্তের...