বলিউড সিনেমার শুটিং ফ্লোরে কত কি-ই না ঘটে থাকে। অধিকাংশ সময়ই যা থেকে যায় আড়ালে অভিনেতা-অভিনেত্রীর স্মৃতির ভান্ডারে। তবে এতটা অপ্রত্যাশিত এবং অস্বস্তিকর ঘটনা খুব কমই ঘটতে দেখা যায় কারও কারও জীবনে, যা ঘটেছে অভিনেত্রী প্রিয়া গিলের জীবনে। ঠিক এমন কী ঘটনা ঘটেছিল, যা মনে পড়লে আজও শিওরে ওঠে শরীর, নেচে ওঠে হৃদয় অভিনেত্রীর? সম্প্রতি এক এক সাক্ষাৎকারে প্রিয়া গিল জানিয়েছেন সেই কথা। ‘জোশ’ সিনেমার শুটিংয়ের সময়ের ঘটনা। একটি গানের দৃশ্যে বলি বাদশাহ শাহরুখ খানকে একটা চড় মারার কথা ছিল অভিনেত্রী প্রিয়া গিলের। কিন্তু তখন যা ঘটেছিল, তা আজও ভুলতে পারেননি অভিনেত্রী। তিনি বলেন, আমি তো কিং খানের ভীষণ অনুরাগী ছিলাম, সেই টেলিভিশনের সময় থেকে। তো ‘জোশ’ সিনেমার শুটিংয়ের সময় বুঝতেই পারছিলাম না— কীভাবে চড়টা মারব। পরিচালক মনসুর খান বারবার...