কাটছে না জুবিন গার্গের মৃত্যুজট। কীভাবে লাইফ জ্যাকেট ছাড়া জলে নেমেছিলেন গায়ক, সেই প্রশ্ন উঠেছে প্রথম থেকেই। এমনকি জুবিনের খাবারে বিষক্রিয়ার প্রসঙ্গও উঠে এসেছে। এবার জানা যাচ্ছে, সিঙ্গাপুরের হোটেলে জুবিনের ঘরে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল দুই অচেনা ব্যক্তিকে! জুবিনের মৃত্যুতদন্তের জন্য গঠিত হয়েছিল বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। তাদের তদন্তেই উঠে এসেছে এই নতুন তথ্য। জুবিনের হোটেলের ঘরে কীভাবে এই দুই আগন্তুককে ঢুকতে দেওয়া হল? কারা এরা? এমন নানা প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে, জুবিন ছাড়া এই ঘরে প্রবেশ করার জন্য চাবি ছিল তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মার কাছে। তাহলে কি তার সাহায্যেই এই দুই আগন্তুক গায়কের ঘরে প্রবেশ করেন? সিদ্ধার্থের দাবি, ‘নর্থ-ইস্ট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু এই অধিকার দিয়েছিলেন দুই আগন্তুককে। আবার শ্যামকানুর দাবি, সিদ্ধার্থের সাহায্যেই ওখানে ঢুকতে পেরেছিলেন দুই আগন্তুক। জুবিনের মৃত্যুর...