আগামী বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ঘরের মাঠে ওই ম্যাচ খেলার পর ১৪ অক্টোবর হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে খেলতে নামবেন জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা। প্রথম ম্যাচটি যেহেতু দেশের মাটিতে, ওই ম্যাচ খেলতে আজ ঢাকায় এসেছেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। বিমানবন্দরে পৌঁছে হামজা জানিয়েছেন, সামনের ম্যাচ দুটির জন্য সবার সমর্থন চান তিনি। আরেক প্রবাসী ফুটবার শমিত শোমের দেশে আসার কথা আগামীকাল মঙ্গলবার রাতে। ভিডিও বার্তায় হামজা বলেছেন, ‘আসসালামু আলাইকুম। সেইফলি (নিরাপদে) আইয়া পড়ছি। ইনশাআল্লাহ, আমরা সাক্সেসফুল (সফল) হব। ৯ তারিখ হংকংয়ের সাথে ম্যাচ আছে। ইনশাআল্লাহ, সবাই আমরা সাপোর্ট (সমর্থন) দেব।’ বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন হামজা। গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় এ ডিফেন্সিভ মিডফিল্ডারের। এরপর ভূটান...