দেশের অন্যতম নাট্যসংগঠন প্রাচ্যনাটের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর সাধারণ সভায় আগামী দুই বছরের (২০২৫-২০২৭) জন্য এই কমিটি গঠন হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাচ্যনাট। নাট্যদলটির মুখ্য সম্পাদকের (প্রশাসন, অফিস ও লিজিস্টিক) দায়িত্ব পেয়েছেন শতাব্দী ওয়াদুদ। স্কুল ও প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাহানা রহমান সুমি। এছাড়া অর্থ সম্পাদক আরিফ রেজা খান, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক বিন ই আমিন এবং প্রযোজনা ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করবেন তানজি কুন। ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া প্রাচ্যনাট- ‘সার্কাস সার্কাস’, ‘কইন্যা’, ‘এ ম্যান ফর অল সিজনস’সহ বেশ কয়েকটি নাট্যপ্রযোজনার মধ্য দিয়ে প্রশংসিত হয়েছে। আরও আছে- ‘গন্ডার’, ‘মান্দার’, ‘রাজা এবং অন্যান্য’, ‘কিনু কাহারের থেটার’, ‘পূনর্জন্ম’, ‘মায়ের মূখ’, ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’, ‘পুলসিরাত’, ‘খোয়াবনামা’, ‘আগুনযাত্রা’, ‘অচলায়তন'। উন্মুক্ত থিয়েটার, শিশুদের জন্য প্রাচ্যনাট,...