গাজা যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি দ্রুত অগ্রগতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান পরোক্ষ শান্তি আলোচনা সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) মিশরের কায়রোতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো। সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শান্তির প্রথম ধাপেই আলোচনায় অগ্রগতি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রণীত ২০-দফা শান্তি পরিকল্পনার কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তে সম্মত হয়েছে হামাস, যার মধ্যে রয়েছে জিম্মি মুক্তি ও গাজার প্রশাসন নিরপেক্ষ ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দেওয়া। এই ইতিবাচক অগ্রগতিকে সামনে রেখেই কায়রোতে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তবে হামাস এখনও গাজার নিয়ন্ত্রণে তাদের ভবিষ্যৎ ভূমিকা কিংবা নিরস্ত্রীকরণ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাকে বলা হয়েছে...