অস্ট্রেলিয়ায় সোমবার একজন ৬০ বছর বয়সী পুরুষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি সিডনির এক ব্যস্ত রাস্তায় গুলিবর্ষণ করে বহু মানুষকে আহত করেছেন। সিঙ্গাপুরভিত্তিক নিউজ চ্যানেল সিএনএ জানিয়েছে, সিডনির ইনার ওয়েস্ট থেকে করা একটি কল থেকে পুলিশ জানতে পারে সেখানে একটি বন্দুকধারী তার ফ্ল্যাট থেকে রাস্তা দিয়ে যাওয়া গাড়ি ও পুলিশের দিকে নির্বিচারে গুলি ছুড়ছে। এ খবর পেয়ে পুলিশের একটি বিশাল দল ঘটনাস্থলে গিয়ে রাস্তাটি আটকে দেয়। তারপর একটি ব্যবসা প্রতিষ্ঠানের উপরে ওই ফ্ল্যাটে প্রবেশ করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রাইফেল জব্দ করেছে। অফিস কর্মী জো আজার জানান, তিনি রাস্তার অপর পাশের অফিসে বসে কাজ করার সময় শব্দ শুনে সেগুলো আতশবাজির বা কেউ জানালায় পাথর ছুড়ছে বলে মনে করেছিলেন। সিডনি মর্নিং হেরাল্ড সংবাদপত্রকে আজার বলেন, “কিছু মানুষের উইন্ডশিল্ড (গাড়ির)...