রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ১৬, ১৭ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এদিন দুপুরে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স রুমে ভর্তি উপকমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে ১২টা এবং বেলা ৩টা থেকে ৪টা এ দুই শিফটে পরীক্ষা চলবে। এবার দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও পাঁচটি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে মোট আসন...