সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ও ১৯৭৫ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য বার্নার্ড জুলিয়েন আর নেই। ত্রিনিদাদের উত্তরাঞ্চলের ভালসাইন শহরে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি ক্রিকেটার। জুলিয়েন ছিলেন ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপের এক অনালোচিত নায়ক। অর্ধশতাব্দী আগে সেই আসরেই ওয়েস্ট ইন্ডিজ দল জয় করেছিল ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা। টুর্নামেন্টজুড়ে বল ও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৪/২০ এবং সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪/২৭ এই দুটি স্পেল এখনো স্মরণীয়। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ বলে ২৬ রান করেছিলেন জুলিয়েন। সেই আসরেই তিনি নিজেকে প্রমাণ করেছিলেন এক সাহসী অলরাউন্ডার হিসেবে; যিনি বাঁ-হাতি সিম বোলিং, আক্রমণাত্মক ব্যাটিং ও চঞ্চল ফিল্ডিংয়ের জন্য সমাদৃত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের তৎকালীন অধিনায়ক ক্লাইভ লয়েড স্মরণ করেছেন তার সতীর্থকে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো গার্ডিয়ান-কে...