কখনো কখনো জীবন হয়ে উঠে একঘেয়ে! একেবারে গতানুগতিক! কিছুতেই মন বসে না কিছুতে। ঠিক এমনি কোনো বিষণ্ন মুহূর্তে ছুটে চলা কোনো জলধ্বনি, মন ভালো করার দারুণ দৃশ্য হয়ে উঠতে পারে।এ প্রাকৃতিক জিনিসগুলো আমাদের অনেকের কাছেই অদেখা দৃশ্যাবলিগুলোর মধ্য একটি। প্রকৃতি মানেই মানুষের চির ভালো লাগার আনন্দমুখর এক নির্জন স্থান। প্রকৃতির কাছাকাছি এলে মানুষের সব ক্লান্তি, সব ধরনের অবসাদ ক্ষণিকের জন্য দূর হয়ে যেতে থাকে। তখনই সর্বদেহে মনে আসতে শুরু করে সতেজতা। এমন সতেজতাটুকু কর্মক্ষেত্রে ছাপিয়ে পড়ার তীব্র আগ্রহের জন্য অতীব প্রয়োজনীয়। প্রকৃতির মাঝেই এমন অপূর্ব সব সতেজতার উপাদান ছড়িয়ে আছে। দু’চোখভরে শুধু দেখে নেওয়ার অপেক্ষা। ‘জলধ্বনি’ মানে প্রবাহিত পানির দারুণ শব্দ! গতিময় ছুটে চলার যে ধ্বনি হৃদয়ে ভালোলাগার ঝংকার তোলে। নির্জন একাকিটুকুকে এই শব্দ নান্দনিক ও সুরময় করে তুলে। ‘শিথিল...