কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ ধরে দক্ষিণে টেকনাফের দিকে ১৮ কিলোমিটার গেলে সামনে পড়ে উখিয়ার রেজুখাল সেতু। সেতুর পাশে বিজিবির তল্লাশিচৌকি। ঠিক তার পাশেই টাঙানো একটি সাইনবোর্ডে চোখে পড়ে লেখা—‘মিনি বান্দরবান’। সাইনবোর্ডটির পথ ধরে গেলে উন্মোচিত হয় এক অপূর্ব পাহাড়ি সৌন্দর্যের ভুবন, যা এখন কক্সবাজারের পর্যটকদের কাছে নতুন নাম—‘মিনি বান্দরবান’। উঁচু-নিচু পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা ১২ কিলোমিটার দীর্ঘ সড়কটির নাম ‘গোয়ালিয়া-মরিচ্যা সড়ক’। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের এই সড়কটি দিয়ে যেতে দু’পাশে সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির আর পাহাড়ি বাতাস যে কাউকেই মুগ্ধ করে। সমুদ্রকেন্দ্রিক শহর কক্সবাজারে পাহাড়ি রোমাঞ্চ খুঁজতে আসা পর্যটকদের জন্য এটি যেন এক ভিন্ন অভিজ্ঞতা। সড়কটির দু’পাশে কোথাও সুপারিবাগান, কোথাও ধান ও সবজির খেত—আর মাঝে মাঝে দেখা যায় স্থানীয়দের ছোট ছোট টিনঘর। তিন কিলোমিটার পথ অতিক্রম করলেই চোখে পড়ে...