আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে, এর বাহিরে অন্য কোনো অপশন নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ সোমবার বেলা ১২টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় একটি রেস্টুরেন্টের কনভেনশন হলে এনসিপির জেলা শাখার সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সারজিস আলম বলেন, ‘যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবে, এর বাহিরে অন্য কোনো অপশন নেই। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব তারা যেন তাদের স্ট্যান্ডর্ডের প্রমাণ দেয়। নির্বাচন কমিশনের কাছে আগের যে মার্কাগুলো রয়েছে যেগুলোর সাথে আরো নতুন কিছু স্ট্যান্ডার্ড প্রতীক যোগ করার জন্য। সেই সাথে যেগুলো মার্কা বাংলাদেশের মানুষের সামনে হাসির খোরাক হয় সেগুলো বাদ দেওয়ার জন্য বলবেন।’ এনসিপির...