আলোচনা-সমালোচনা, শঙ্কা কিংবা বাঁধা—সব উতরে অনুষ্ঠিত হচ্ছে বিসিবি নির্বাচন। নাটকের মূল অংশ অবশ্য তিন দিন আগেই দৃশ্যায়ন হয়ে গেছে। সোমবার (৬ অক্টোবর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আনুষ্ঠানিকভাবে চলছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেছেন বিসিবির বর্তমান এবং নির্বাচনে পরিচালক পদপ্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আগে কখনো নির্বাচন করিনি বা অংশগ্রহণও করিনি। তাই যা দেখছি, সবকিছুই নতুন লাগছে। সতীর্থরা, বিভিন্ন জেলার ও ক্লাবের প্রতিনিধিরা এসেছেন। একটা রোমাঞ্চ তো আছেই। দেখা যাক কী হয়।’ ভোটের পরিবেশ নিয়ে পরে কথা বললেন জানিয়ে বুলবুল বলেন, ‘যেহেতু আগে কখনো নির্বাচন করিনি, তাই পরিবেশ নিয়ে আজ ভোট শেষে কথা বলবো। অনেক কিছু ফলের ওপর নির্ভর করছে।’ তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টায় প্রকাশিত হবে বোর্ড...