গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরকে আটক করে ইসরায়েলি সেনারা অধিকারকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। আটককৃতদের কয়েকদিন ধরে খাবার দেওয়া হয়নি।তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে থাকতে বাধ্য করেছে ইসরায়েলি সেনারা। কুকুর লেলিয়ে দিয়েছে এমনকি টয়লেটের পানি পান করিয়েছে। সোমবার (৬ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃত অধিকারকর্মীরা ছাড়া পাওয়ার পর তাদের ওপর হওয়া নৃশংস আচরণের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তারা জানান, ইসরায়েলি সেনারা তাদের মারধর করেছিল, জিপ টাই দিয়ে হাত বেঁধে রেখেছিল এবং প্রিজন ভ্যানে দীর্ঘ সময় ধরে আটকে রেখেছিল। ইতালির অধিকারকর্মী সিজার তোফানি রোমের ফিউমিসিনো বিমানবন্দরে ফিরে এসে বলেন, আমাদের সঙ্গে ভয়াবহ আচরণ করা হয়েছে, হয়রানি করা হয়েছে। দেশটির ইউনিয়ন অব ইসলামিক কমিউনিটির সভাপতি ইয়াসিন লাফ্রাম বলেন, ইসরায়েলি সেনারা আমাদের দিকে অস্ত্র তাক করেছিল। নিজেদের...