০৬ অক্টোবর ২০২৫, ০৩:০০ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:০২ পিএম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো টিকটকের নতুন ফিচার ‘স্টেম ফিড’ (STEM Feed)। সোমবার (৬ অক্টোবর) টিকটক এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এই ফিডের উদ্বোধন করা হয়। স্টেম ফিড হলো টিকটক অ্যাপের একটি বিশেষ ডিজিটাল স্পেস, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিষয়ক কনটেন্ট আলাদাভাবে পাওয়া যাবে। বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য ডিজিটাল মাধ্যমে মানসম্মত শিক্ষা ও শেখার নতুন সুযোগ তৈরি করছে এই উদ্যোগ। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, টিকটকের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং ডিজিটাল শিক্ষার সঙ্গে যুক্ত কনটেন্ট নির্মাতারা। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে শহর, গ্রাম ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের কাছে প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ প্রসারে স্টেম ফিডের গুরুত্ব তুলে...