দেশের শীর্ষ নুডল্স ব্র্যান্ড মিস্টার নুডল্স বাজারে নিয়ে এলো রামেন নুডল্স। দেশি ভোক্তাদের স্বল্প খরচে জনপ্রিয় এ খাবারের প্রকৃত স্বাদ দিতে এ উদ্যোগ। পাশাপাশি এ রামেন বিদেশিও রপ্তানি করবে প্রাণ গ্রুপের নুডল্স ব্র্যান্ড মিস্টার নুডল্স। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর বাড্ডায় মিস্টার নুডল্স এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ পণ্যের মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। তিনি বলেন, মিস্টার নুডল্স এখন দেশের বাজারে সবোর্চ্চ বিক্রিত পণ্য। রপ্তানির বাজারেও সবচেয়ে বড় নুডল্সের ব্র্যান্ড। সে অভিজ্ঞতা থেকে এখন বাজারে রামেন নিয়ে এসেছি। দেশে-বিদেশে এ খাবার নিয়ে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ আছে। আমরা এ খাবারের প্রকৃত স্বাদ ভোক্তাদের সাশ্রয়ী দামে দিতে চাই। রামেন ক্যাটাগরির নুডল্স এশিয়ান ফুড লাভারদের কাছে ব্যাপক জনপ্রিয়। বর্তমানে দেশে রামেন নুডল্স বিদেশি ব্র্যান্ডের দখলে। তবে মিস্টার...