‘এমভি জিলান’ নামে ট্যুরিস্ট জাহাজটি সোমবার খুলনার রূপসা নদীতে ডুবে যায় খুলনার রূপসা নদীতে মেরামত কাজের জন্য নোঙর করা সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ ‘এমভি জিলান’ ডুবে গেছে। রবিবার রাত থেকে জাহাজটি কাস্টমঘাট সংলগ্ন একটি ডকইয়ার্ড লাগোয়া নদীতে ডুবতে শুরু করে। সোমবার (৬ অক্টোবর) সেটি পুরোপুরি ডুবে যায়। জাহাজ ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবনের (টোয়াস) সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড।আরো পড়ুন:কমেছে তিস্তার পানি, দুর্ভোগে মানুষফুঁসছে তিস্তা, লালমনিরহাটে রেড অ্যালার্ট জারি তিনি বলেন, “জাহাজটি সম্প্রতি সুন্দরবনে তিনদিনের ট্যুর শেষ করে। মেরামত কাজের জন্য কাস্টমঘাটে জাহাজটি অবস্থান করছিল। জাহাজে এসি এবং বাথরুমের কাজ হচ্ছিল। মিস্ত্রির অসাবধানতার কারণে বাথরুমের পাইপ লাইন খোলা থাকায় পানি ঢুকে যায়। বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারায় এক পর্যায়ে জাহাজটি ডুবে যায়।” রেইনবো ট্যুরস-এর মালিক হারুনুর...