আপনি কি কখনো চেয়েছেন, কাউকে দেখেই বুঝে ফেলতে—সে সত্যি কথা বলছে নাকি লুকোচ্ছে কিছু? আত্মবিশ্বাসী নাকি নার্ভাস? এমন কিছু মনোবিজ্ঞানভিত্তিক সহজ কৌশল আছে, যেগুলো চর্চা করলে আপনি প্রথম দেখাতেই কারও আচরণ, অভ্যাস আর মনোভাব সম্পর্কে অনেক কিছু বুঝে নিতে পারবেন।চলুন দেখে নেওয়া যাক ৫টি সহজ ও কার্যকরী ট্রিকস—দেহভঙ্গি বলে অনেক কিছু (Body Language)প্রথম দেখাতেই কাউকে বুঝতে চাইলে খেয়াল করুন তার দাঁড়ানোর ভঙ্গি, হাত-পায়ের মুভমেন্ট, মুখাবয়ব।- যদি কেউ সোজা হয়ে দাঁড়িয়ে, চোখে চোখ রেখে কথা বলে—তাহলে ধরে নিতে পারেন, সে আত্মবিশ্বাসী।ভর্তার স্বাদ বাড়াতে জানুন ছোট্ট কিন্তু দারুণ কিছু টিপস- কেউ যদি কাঁধ ঝুলিয়ে রাখে, বারবার হাত নাড়ায় বা খুব দ্রুত কথা বলে—তাহলে সে হয়তো নার্ভাস বা অস্বস্তিতে রয়েছে।চোখের ভাষা (Eye Contact)চোখ কখনো মিথ্যা বলে না।- কেউ যদি চোখে চোখ রেখে কথা...