জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনের ছয় মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। গত ২ আগস্ট জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন নতুন পূর্ণাঙ্গ কমিটি সই করেন। এ কমিটি নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। কমিটিতে পদ পেয়েছেন বাবা-ছেলে চারজন। অনেক যোগ্য নেতাকে অবমূল্যায়ন ও স্বজনপ্রীতির মাধ্যমে যোগ্যতার চেয়ে অনেককে বেশি দেওয়ার অভিযোগ করছেন দলীয় নেতাকর্মীরা। পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি জামালপুর-১ আসনের (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের ছেলে, চাচা, চাচাতো ভাই, ভাগ্নি জামাই ও নিকট আত্মীয়ের নাম আছে। এছাড়াও একাধিক পদধারী, বহিস্কৃত ও অযোগ্য নেতাদের পদ দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ নেতাদের অনেককেই নেওয়া হয়েছে উপদেষ্টা সদস্য হিসেবে। বঞ্চিত করা হয়েছে ত্যাগী নেতাদের। এ নিয়ে সাধারন নেতাকর্মী, ত্যাগী ও বঞ্চিতদের মাঝে ক্ষোভ দেখা...