দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সাক্ষাৎকার ছিল এক গভীর আত্মজিজ্ঞাসা, এক রাজনীতিকের আত্মসমালোচনা এবং এক রাষ্ট্র নির্মাণের স্বপ্নদ্রষ্টার নীরব আহ্বান, যার কথার প্রতিটি পরতে উঠে এসেছে আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। গতকাল যখন এই সাক্ষাৎকারের খবর প্রকাশিত হয়, তখন পুরো জাতি নড়েচড়ে বসে। দুই দিনের জন্য মানুষের দৈনন্দিন রুটিন বদলে যায়। আজ মানুষের মুখে মুখে এই সাক্ষাৎকারের গল্প—চায়ের কাপে উঠেছে প্রবল ঢেউ, মানুষের হৃদয়ে লেগেছে দোলা; অন্তরে এক অবারিত স্বপ্নকে আলিঙ্গন করার হাতছানির গল্প যেন দানা বাঁধতে শুরু করেছে। বিবিসি বাংলার এই সাক্ষাৎকারে তারেক রহমান যেন সত্যি সত্যি ফিরে পেলেন নিজের সেই দেশ, যেটিকে তিনি কখনও ছেড়ে যাননি; শুধু শারীরিকভাবে দূরে ছিলেন, কিন্তু আগলে রেখেছেন গভীর মায়া ও ভালোবাসায়। “আমি ১৭ বছর প্রবাসে থাকলেও...