ঢাকা: ইন্দোনেশিয়ার সেন্ট্রাল পাপুয়ার মিমিকায় ফ্রিপোর্ট ইন্দোনেশিয়া কর্তৃক পরিচালিত ‘গ্রাসবার্গ ব্লক কেভ’ তামা ও সোনা খনিতে বড় ধরনের ভূমিধসের প্রায় এক মাস পর জানানো হয়েছে, সেখানে আটকা পড়া সকল শ্রমিকের মৃত্যু হয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ তামা ও সোনা খনি।গত ৮ সেপ্টেম্বর প্রায় ৮ লাখ মেট্রিক টন কাদামাটি ও পাথর খনির ভিতরে প্রবাহিত হয়। অধিকাংশ শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া গেলেও সাতজন ধ্বংসস্তূপে আটকা পড়ে। প্রথমে, ২০ সেপ্টেম্বর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। তারা ছিলেন সেন্ট্রাল জাভার চিলাচাপের ৪৬ বছর বয়সী ইরাওয়ান এবং ইস্ট জাভার তুলুঙ্গাগুংয়ের ৩৭ বছর বয়সী উইগিহ হার্তোনো।সর্বশেষ রবিবার উদ্ধারকারী দল আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে একজন চিলির নাগরিক ভিক্টর বাসতিদা বালেস্টেরোস হিসেবে পরিচিত। বাকি দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি বলে খননকারী প্রতিষ্ঠান...