জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে আবারও বিতর্কে সরব ভারতের রাজনীতি। পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত দুর্গাপূজার কার্নিভালে তাঁর উপস্থিতি ঘিরে প্রশ্ন তুলেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতারা। রবিবার (৫ অক্টোবর) বর্ধমান জেলার দুর্গাপুরে আয়োজিত চতুর্থ বার্ষিক দুর্গাপূজা কার্নিভালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়া আহসান। তিনি সেখানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। কিন্তু অনুষ্ঠান শেষে মঞ্চ ছাড়ার পরপরই বিজেপির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন—একজন বাংলাদেশি অভিনেত্রীকে পূজার কার্নিভালে আমন্ত্রণ জানিয়ে মা দুর্গার অসম্মান করা হয়েছে। তাঁদের দাবি, পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় সংস্কৃতি ও শিল্পীদের অবমূল্যায়ন করছে বিদেশি শিল্পীদের প্রাধান্য দিয়ে। বিজেপির এক স্থানীয় নেতা বলেন, “ভারতের অভ্যন্তরে যখন একের পর এক প্রাকৃতিক দুর্যোগ চলছে, তখন সরকার বিদেশি শিল্পী এনে উৎসবের আয়োজন করছে—এটা বাঙালির ধর্মীয় অনুভূতির প্রতি অবমাননা।” তবে অনুষ্ঠানের আয়োজকরা জানান, জয়া...