ভারতের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ হয়েছে অনেক দিন হলো। কিন্তু তাদের বিচ্ছেদ আলোচনা-সমালোচনা আর তর্কবিতর্ক এখনো থামেনি। বিচ্ছেদের সময় আদালতে একটি টিশার্ট পরে গিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। সেখানে লেখা ছিল— ‘বি ইয়োর ওন সুগার ড্যাডি’। অর্থাৎ নিজের আর্থিক দায়িত্ব নিজেই নেওয়ার কথা বলেছিলেন তিনি। সম্প্রতি সময় রায়নার পডকাস্টে উপস্থিত হয়েছিলেন ক্রিকেট তারকার চর্চিত প্রেমিকা আরজে মহাবশ। সেই কথোপকথনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেখানে যুজবেন্দ্রের সাবেক স্ত্রী ধনশ্রী ভার্মাকে নিয়েও খোঁচা দেন সময় রায়না। বিবাহবিচ্ছেদের পর চার কোটি টাকা খোরপোশের কথাও উঠে আসে সেই অনুষ্ঠানে। এর মধ্যেই সময় রায়না তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে নেন। সেই ছবির জন্য আবার আইনি গেরোয় পড়তে পারেন সময় রায়না বলে সাবধান করেন ‘বন্ধু’ যুজবেন্দ্র চাহাল। সামাজিক মাধ্যমে ভাইরাল ছবিটিতে...