বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। তাঁর মতে, ছাত্র রাজনীতি ও জাতীয় রাজনীতি দুটি পৃথক ক্ষেত্র, এবং একটির ফল অন্যটিতে প্রতিফলিত হওয়ার প্রয়োজন নেই। বিবিসি বাংলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমি মনে করি গণতান্ত্রিক যাত্রার একটি ভালো উদ্যোগ এটি। ভালো সূচনা। যারা জয়ী হয়েছেন, তাদের প্রতি শুভেচ্ছা রইলো। আমরা চাইব ভবিষ্যতের নির্বাচনগুলো যেন বিতর্কবিহীন ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়।” সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে বিএনপি সমর্থিত ছাত্রদলের তুলনায় বড় ব্যবধানে জয়ী হয়েছে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল। এই ফলাফল নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ। তবে এ বিষয়ে তারেক রহমান বলেন, “আমরা চাই না এই অগ্রযাত্রা কোনো...