ঢাকা: সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জাতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।সিইসি জানান, ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখ মৃত ভোটারকে চিহ্নিত করা হয়েছে, যাদের অনেকেই অতীতে ভোট দিয়েছেন।তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ও অনুকূল পরিবেশ তৈরি অত্যন্ত জরুরি, যা গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ।সিইসি আরও জানান, এবার প্রবাসী এবং নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১০ লাখ সরকারি কর্মচারীকে ভোটের আওতায় আনা হবে। তিনি বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে আয়নার...