গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে ইসরায়েলি সেনারা। ত্রাণ নিয়ে গাজা অভিমুখে যাওয়ার সময় ফ্লোটিলার নৌবহর থেকে আটক করা অধিকারকর্মীদের ওপর চরম নিষ্ঠুর আচরণ করা হয়েছে এবং কয়েকদিন ধরে তাদের কোনো খাবার দেওয়া হয়নি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীরা তাদের ওপর হওয়া ভয়ংকর নির্যাতনের ঘটনা বর্ণনা করেছেন। অধিকারকর্মীরা জানিয়েছেন, তাদের হাঁটুতে ভর দিয়ে ঘণ্টার পর ঘণ্টা থাকতে হয়েছে। তাদের মারধর করা হয়েছে এবং কয়েকদিন ধরে তারা কিছু খেতে পাননি। এমনকি তারা টয়লেটের পানি খেতে বাধ্য হয়েছেন। গত বুধবার থেকে শুক্রবারের মধ্যে ফ্লোটিলায় অংশগ্রহণকারী প্রায় ৪৫০ জনকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলার জাহাজগুলো নৌ অবরোধ ভেঙে অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের কাছে প্রতীকী পরিমাণ মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা...