গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স রোগের উপসর্গ নিয়ে রোজিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোজিনা বেগম বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের আবুল হোসেনের স্ত্রী। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক নিশ্চিত করেছেন, তার শরীরে অ্যানথ্রাক্সের লক্ষণ ছিল। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, রোজিনা বেগমকে শনিবার খুব খারাপ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তিনি হৃদরোগ ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন, রক্তচাপ কমে গিয়েছিল এবং শ্বাসকষ্ট ছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।আরও পড়ুনআরও পড়ুনমেজর (অব) মোহাম্মদ আলী সুমন গ্রেফতার বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ জানান, রোজিনা বেগমের তিনটি ছাগল ছিল, যার মধ্যে একটি...