ঢালিউড অভিনেত্রী পরীমনি বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়ে গেলেও নিজের জীবন এবং কর্ম নিয়ে সবসময়ই স্পষ্টবাদী। সম্প্রতি একটি অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে জেল ও রিমান্ডের সময়ের এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। পরীমনি বলেন, একাধিক তদন্তকারী সংস্থা, বিশেষ করে সিআইডি বারংবার করেছে—তিনি কাউকে শত্রু মনে করেন কিনা এবং কারও নাম বলতে চান কিনা। অভিনেত্রী বলেন, আমাকে যখন রিমান্ডে বারবার জিজ্ঞেস করছিল, তো উনারা শুধু একটা কোশ্চেন করছিল যে আপনার কি কাউকে আপনার শত্রু মনে হয়? কাউকে শত্রু, কারও নাম বলতে চান? তিনি বলেন, আসলে আমার শত্রু আমি বলছি— না, আমার কোনো শত্রু নেই। আমি না আসলে কাউকে শত্রু ভাবতে পারিনি। কারণ আমি আসলে কারও সঙ্গে মাথা ফাটাফাটি করিনি, গালাগালি করিনি, জমি দখল করিনি, তো আমার কেন শত্রু হবে? শত্রুতা হওয়ার...