বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন হবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ‘বিএনপি ইসলামী মূল্যবোধ, রীতি-নীতি ও সংস্কৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। অন্য ধর্ম-কর্মের স্বাধীনতা নিশ্চিত ও মূল্যবোধকেও বিএনপি সম্মান করে।’ আজ রবিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ধারা ইউনিয়নের আলেম-ওলামা ও ইমামদের সাথে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি। এমরান সালেহ প্রিন্স বলেন, “বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। কিন্তু ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষা এবং পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি সংবিধানের সূচনায় ‘বিসমিল্লাহির রাহমানির রহিম’ এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ‘ধর্মীয় মূল্যবোধ ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ সংযোজন করেছিলেন।” তিনি বলেন, ‘ধর্মভিত্তিক একটি রাজনৈতিক...