উজানের ঢল আর টানা কয়েকদিনের বৃষ্টিতে আবারও তিস্তা নদীর পানি বেড়েছে। এতে লালমনিরহাটের বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নদী তীরবর্তী চর ও নিচু এলাকাগুলোর হাজার হাজার একর আমন ধান তলিয়ে গেছে পানির নিচে। ঘরে ঘরে ঢুকে পড়েছে বন্যার পানি। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ১০ ইউনিয়নের প্রায় ২০ হাজার পরিবার। রোববার রাতে ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সোমবার সকাল থেকে ধীরে ধীরে কমতে শুরু করে। বর্তমানে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে নদীপাড়ের মানুষের আতঙ্ক এখনো কাটেনি। তিস্তা পানি বৃদ্ধির ফলে জেলার আদিতমারী, হাতিবান্ধা, কালীগঞ্জ ও সদর উপজেলার নদী তীরবর্তী ১০ ইউনিয়নের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। তিস্তার পানি বৃদ্ধির কারণে এসব অঞ্চলে ডুবে গেছে শত...