উপজেলার নাজিরহাট পৌরসভার বাবুনগর ফকিরহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার গভীর রাতে আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুছার মুদির দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মাওলানা সাঈদের ‘ছাফা স্টোর’, মুছার মুদির দোকান, আজিজুর হকের মুদির দোকান, রাজিবের বিকাশের দোকান, সুজন মিষ্টি মেলা, এহসান ফ্রুটসহ মোট ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে...