সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, এখন থেকে যেকোনো ধরণের ভিসা ধারীরা উমরাহ পালন করতে পারবেন। সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য অর্জনের অংশ হিসেবে উমরাহ যাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা ও সেবার পরিধি বিস্তারের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ভিসা উমরাহর জন্য বৈধ হিসেবে বিবেচিত হবে তার মধ্যে রয়েছে: মন্ত্রণালয় বলেছে, ‘এই পদক্ষেপ বিশ্বের মুসলমানদের সহজে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের সুযোগ দেওয়ার ক্ষেত্রে সৌদি আরবের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।’ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘নুসুক উমরাহ’ নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে যার মাধ্যমে যাত্রীরা সরাসরি প্যাকেজ নির্বাচন...