গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বেড়ে এখনও বিপৎসীমা ছাড়িয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ (৬ অক্টোবর) সোমবার সকাল ৯টায় পানি কিছুটা কমে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও ভাটিতে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। এতে বিপাকে পড়েছে নিম্নাঞ্চলের মানুষ। লালমনিরহাটের তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বেড়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার অতিক্রম করায় রাতে রেড অ্যালার্ট জারি করে মাইকিং করেছে পানি উন্নয়ন বোর্ড। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বেড়ে যায়। পানির...