২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানতারেক রহমান। সেখানে থেকেই তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তোলেছেন। হাসিনার পলায়নের পর তারেক রহমানের দেশে ফেরা ও তার ভবিষ্যত রাজনীতি নিয়ে কৌতুহল সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। এ সব বিষয়ে তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান। দেশে কবে ফিরছেন, প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী হবেন কিনা, বিবিসি বাংলার এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তারেক রহমানের এই সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল। বিবিসি বাংলা তারেক রহমানের কাছে জানতে চেয়েছিল, আগামী নির্বাচনে তাকে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে দেখা যাবে কি না।...