যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে আশানুরূপ ফল দিতে পারছে না বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। রোববার (৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন দৈনিকটি। সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে বর্তমানে একমাত্র কার্যকর ব্যবস্থা হলো প্যাট্রিয়ট। তবে সাম্প্রতিক বেশ কিছু হামলা এই সিস্টেম আটকাতে ব্যর্থ হয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, রুশ বিশেষজ্ঞরা তাদের অস্ত্র আধুনিকায়ন করে এমনভাবে তৈরি করছেন যাতে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ভেদ করা যায়। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, সম্প্রতি ইসরাইল একটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে সরবরাহ করেছে।পাশাপাশি চলতি শরতে ইউরোপীয় অংশীদারদের কাছ থেকে আরও কয়েকটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনে আসার কথা রয়েছে।আরও পড়ুনআরও পড়ুনরাত পোহাতেই ইউক্রেনের হামলা, ২৫১ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার তবে, ইউক্রেনের আকাশে...