বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ১০টা থেকেই একে একে ভোট দিতে আসছেন কাউন্সিলররা।তাদের মধ্যে রয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক আমিনুল ইসলাম বুলবুল। ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে বুলবুল বলেন, ‘আমি তো আগে কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। যা দেখছি, প্রথম লাগছে। যা বলার নির্বাচন শেষ হলে বলব। ’ বিসিবির ইতিহাসে এটি এমন এক নির্বাচন, যেখানে বহু প্রাক্তন ক্রিকেটার সরাসরি যুক্ত হয়েছেন; কেউ প্রার্থী হিসেবে, কেউ ভোটার হিসেবে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে প্রাথমিক ফলাফল, আর নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় নির্ধারিত হবেন বিসিবির সভাপতি ও দুই সহ-সভাপতি। আনুষ্ঠানিক ঘোষণা আসবে রাত ৯টার দিকে।...