ঢাকা: পরিকল্পিত নগরায়ণ মানে শুধুমাত্র কাঠামোগত উন্নয়ন নয়—এর জন্য দরকার দীর্ঘমেয়াদি, সমন্বিত পরিকল্পনা বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, “আমরা যদি শুধু সাময়িক পরিকল্পনায় আটকে থাকি, তা খুব একটা কাজে আসবে না। প্রয়োজন সামগ্রিকভাবে পরিকল্পনা করে সে অনুযায়ী বাস্তবায়ন—তাহলেই নগর সংকট মোকাবিলা সম্ভব হবে।”সোমবার (৬ অক্টোবর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আদিলুর রহমান খান আরও বলেন, “নগর উন্নয়নে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ দিকের দিকে নজর দিতে হবে। শহর যেভাবে অপরিকল্পিতভাবে বাড়ছে, তা পরিকল্পনার আওতায় আনতে হবে। গণপরিবহন ব্যবস্থার টেকসই উন্নয়নে কাজ করতে হবে, যাতে যানজট কমে এবং নাগরিক যাতায়াত সহজ হয়। নদী, খাল ও জলাশয় সংরক্ষণ করতে পারলে জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে।...