কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় তুজারভাঙ্গা গ্রামের বাবু ও শহীদনগরের রিফাতসহ তিনটি হত্যা এবং চারটি মামলার এজাহারভুক্ত আসামি সাবেক দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার তদন্ত ওসি মো. সামছুল আলমের নেতৃত্বে ঢাকা গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে জুরানপুর ভূঁইয়া বাড়ির সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন, তদন্ত (ওসি) মো. সামছুল আলম। সোমবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। দাউদকান্দি...