‘নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯’ সংশোধন করে একটি নতুন অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এতে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য ‘নির্বাচন কমিশন সার্ভিস’ নামে একটি স্বতন্ত্র সার্ভিস গঠনের কথা বলা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) রাতে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেন। এর আগে, গত ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনের প্রস্তাব অনুমোদন দেয়। অধ্যাদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯-এর ৫ নম্বর আইনের ধারা ৩-এর উপধারা (৪) এর পরিবর্তে নতুন উপধারা সংযুক্ত হয়েছে: (৪) নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য ‘নির্বাচন কমিশন সার্ভিস’ নামে একটি সার্ভিস থাকবে। তবে, পৃথক ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন না হওয়া পর্যন্ত পূর্ববর্তী ধারা ৩-এর উপ-ধারা (৪) বহাল থাকবে। এ বিষয়ে নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন জানিয়েছেন, সার্ভিস...