ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ধসে পড়া একটি ইসলামিক স্কুল ভবনের ধ্বংসস্তূপ থেকে অন্তত ৫০টি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। দেশটির কর্মকর্তারা বলছেন, এটি চলতি বছরের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়। গত সোমবার রাজধানী জাকার্তা থেকে প্রায় ৭৮০ কিলোমিটার দূরের সিদোয়ারজো শহরে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলটি ধসে পড়ে। শতাধিক শিক্ষার্থী কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে, যাদের অনেকেই প্রাণ হারায়। দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকর্মীরা এক্সকাভেটর ব্যবহার করে ধ্বংসাবশেষের প্রায় ৮০ শতাংশ সরিয়ে ফেলেছেন। এর মধ্যে রোববার রাতেই তারা ৫০ জনের মৃতদেহ এবং আরও কয়েকটি দেহাংশ উদ্ধার করেন। সংস্থার মুখপাত্র বুদি ইরাওয়ান বলেন, “এই একটি ভবন ধসেই চলতি বছরে ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট—কোনো দুর্যোগেই এত মৃত্যু হয়নি।” তিনি আশা প্রকাশ করেন,...