নিরপেক্ষ প্রশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত কামনা করে জাতীয় পার্টি অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির একাংশের মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী অনুসন্ধান দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে তিনি একথা জানান।আরো পড়ুন:আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চাই: সিইসিআ. লীগের ‘রাতের ভোটকেও হার মানিয়েছে’ বিসিবি নির্বাচন: রেদোয়ান আ. লীগের ‘রাতের ভোটকেও হার মানিয়েছে’ বিসিবি নির্বাচন: রেদোয়ান রবিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলার গুলশানের বাসভবনে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী অনুসন্ধান দলের প্রধান মেটে বাক্কেন ও সদস্য ম্যানুয়েল ওয়ালির সঙ্গে আসন্ন নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জাপা নেতারা। জাতীয় পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির...