বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এভারেস্টের প্রত্যন্ত তিব্বত অংশে তীব্র তুষারঝড়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়েছেন। স্থানীয় সময় ৩ অক্টোবর রাত থেকে শুরু হওয়া তুষারপাত ৪ অক্টোবর অব্যাহত থাকায় ৪ হাজার ৯০০ মিটার উচ্চতার ক্যাম্প ও আশপাশের এলাকা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। এর পর পরই উদ্ধারে অভিযান শুরু হয়। ইতোমধ্যে সাড়ে ৩০০ জনকে উদ্ধারের খবর প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের এব প্রতিবেদনে বলা হয়, রবিবার (০৫ অক্টোবর) পর্যন্ত ৩৫০ জনকে কুডং শহরে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ২০০ জনেরও বেশি পর্বতারোহী ধাপে...