গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনার লক্ষ্যে মিশর পৌঁছেছেন হামাসের কর্মকর্তারা। এ আলোচনা ফিলিস্তিনি ভূখণ্ডটি ঘিরে গত দুই বছর ধরে যে অমানবিক যুদ্ধ চলছে তার অবসান হবে এবং জিম্মিরা ঘরে ফিরবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিক আলোচনার প্রথম কয়েকদিনকে খুবই গুরুত্বপূর্ণ বলে আখ্যাও দিয়েছেন। লোহিত সাগর তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র শার্ম আল-শেখে আলোচনায় অংশ নিতে কৌশল বিষয়কমন্ত্রী রন ডারমারের নেতৃত্বে ইসরায়েলের প্রতিনিধিরা সোমবার মিশর যাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “বাস্তব প্রস্তুতি ও কীভাবে বাস্তবায়ন হতে পারে তা নিয়ে কৌশলগত আলোচনা দেখেই আমরা খুব দ্রুত বুঝতে পারবো হামাস আদৌ সিরিয়াস কিনা,” জীবিত ২০ জনসহ ৪৮ জিম্মির মুক্তির প্রসঙ্গ নিয়ে রোববার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এমনটাই বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও...