ঢাকা: ইরানের বিমান বহরে যুক্ত হয়েছে নতুন ১১টি যাত্রীবাহী বিমান। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান হোসেইন পুরফারজানেহ এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৫ অক্টোবর) ১৩টি পরিবহন-সম্পর্কিত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।পুরফারজানেহ জানান, এসব প্রকল্পের মোট মূল্য ১২৪.৮ মিলিয়ন ডলার। এর লক্ষ্য হচ্ছে বিমান পরিষেবার মান উন্নয়ন এবং দেশব্যাপী পরিবহন ব্যবস্থার সম্প্রসারণ।তিনি আরও বলেন, “দেশের বিমান বহরে নতুন করে যুক্ত হয়েছে ১১টি যাত্রীবাহী বিমান, একটি হেলিকপ্টার এবং ১৯টির কম আসন বিশিষ্ট পাঁচটি বিমান। এই সংযোজন ইরানের বিমান চলাচলের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।”তার দেয়া তথ্য অনুযায়ী, নতুন বিমানের সংযোজনের ফলে জাতীয় বহরে দুই হাজার ৫৩২টি নতুন যাত্রী আসন যুক্ত হয়েছে, যা দেশটির বিমান পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে চলেছে।দেশটির আইনপ্রণেতারা বলছেন, বিমান বিক্রয় এবং খুচরা যন্ত্রাংশের অ্যাক্সেস সীমিত...