টেনিস কোর্টে এক নাটকীয় দৃশ্যের জন্ম দিলেন ইতালির তারকা ইয়ানিক সিনার। চোট পেয়ে মাঝপথে ম্যাচ ছাড়তে হলো বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্ব র্যাংকিংয়ের দুই নম্বর এই খেলোয়াড়কে। কোর্ট ছাড়ার সময় তাকে র্যাকেটকে লাঠির মতো ব্যবহার করতে দেখা যায়! গতকাল রবিবার সাংহাই মাস্টার্স ১০০০–এর দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ডসের ট্যালন গ্রিক্সপুর–এর বিপক্ষে খেলতে নেমেছিলেন সিনার। ম্যাচের শুরুটা ছিল একদম সিনারসুলভ—প্রথম সেট জিতে নেন ৭–৬ (৩) ব্যবধানে। দারুণ সার্ভিসে প্রথম সার্ভ থেকে ৭৯% পয়েন্ট জেতেন, মারেন ৯টি এসও। তবে দ্বিতীয় সেটেই শুরু হয় বিপত্তি। হাঁটু ও উরুর ডান দিকে ব্যথা অনুভব করছিলেন। চিকিৎসকদের পরামর্শে প্রায় দশ মিনিটের বিরতি নেওয়ার পরও খেলতে নামেন, কিন্তু স্বাভাবিক নড়াচড়া করতে পারছিলেন না। শেষ পর্যন্ত দ্বিতীয় সেট ৭–৫ ব্যবধানে হারেন গ্রিক্সপুরের কাছে। তৃতীয় সেটে ব্যথা বেড়ে যাওয়ায় ম্যাচ ছেড়ে দিতে...