খাগড়াছড়ির বিভিন্ন বিহারে ধর্মীয় আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হচ্ছে। আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে খাগড়াছড়ির প্রতিটি বৌদ্ধ বিহার সাজানো হয়েছে নানান রঙে। দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় আজ সোমবার সকাল থেকে প্রতিটি বৌদ্ধ বিহারে বুদ্ধ পতাকা উদ্বোধন, প্রদীপ প্রজ্জ্বলন, ফুলপূজা, বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানাবিধ দান করেন ভক্তরা। আয়োজন করা হয়েছে ধর্মীয় আলোচনা সভা। খাগড়াছড়ি জেলা সদর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা থেরো বলেন, ‘বুদ্ধ সমাজের মধ্যে প্রবারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন মাস বর্ষাবাসের পর এ প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। সকলের কায়িক মন বাসনা পূরণ, ভুল-ত্রুটি সংশোধন, একে অপরকে ক্ষমা, মৈত্রী নিয়ে থাকাটাই...