বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে প্রবল তুষারঝড়ের কবলে পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। প্রবল তুষারঝড়ের কারণে সেখান থেকে বের হয়ে আসার সব রাস্তা বরফে ঢেকে যাওয়ায় আটকা পড়ে গেছেন তারা। সোমবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, তিব্বতে মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালের কাছে অবস্থিত ক্যাম্পগুলোতে আটকে পড়া পর্যটক ও পর্বতারোহীদের উদ্ধারের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভূপৃষ্ঠ থেকে ৪ হাজার ৯০০ মিটার (১৬ হাজার ফুট) উঁচুতে অবস্থিত ক্যাম্পে পৌঁছানোর সড়ক থেকে বরফ পরিষ্কার করার কাজে উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। কয়েকজন পর্যটক ইতোমধ্যে পর্বত থেকে নেমে আসতে সক্ষম হয়েছেন। স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন সংস্থার সামাজিক মাধ্যমের পোস্টে জানানো হয়েছে, গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বরফ পড়তে শুরু করে এবং শনিবার...